প্রথম যে রঙের ছিল মসজিদে নববীর সবুজ গম্বুজ
মুসলিম উম্মাহর হৃদয়ে ঝড়তোলা একটি স্থাপনা সবুজ গম্বুজ। যা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের রওজা পাকের ওপর নির্মিত মসজিদে নববীর সবচেয়ে বড় সবুজ গম্বুজ।
এ গম্বুজটি কিংবা গম্বুজের ছবিটি দেখলেই মুমিন-মুসলমান, আশেকে রাসূলদের প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কল্পনা করেন। মসজিদে নববীর এ বড় সবুজ গম্বুজটির এমন অনেক তথ্য রয়েছে, যা অনেকেরই অজানা। যা সংক্ষেপে তুলে ধরা হলো-
গম্বুজ বিহীন প্রিয় নবীর সমাধিস্থল: ৬৭৮ হিজরির আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধির ওপর কোনো গম্বুজ ছিল না। ৬৭৮ হিজরি সনে আল-নাসির হাসান ইবনে মুহাম্মদ কালায়ুন সর্ব প্রথম প্রিয় নবীর সমাধিস্থলের ওপর গম্বুজ নির্মাণ করেন। যা কাঠ দ্বারা নির্মিত ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইসলাম
- মসজিদ-ই-নববী
- গম্বুজ