![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb6db2ac6-ae87-465d-9538-e214079fdde6%252FUntitled_1.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সাবেক ডিআইজি প্রিজনস বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিশেষ জজ-৫-এ বদলির আদেশ দিয়ে অভিযোগ গঠনের জন্য ২২ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।