মালভূমিতে মিলল ১ কোটি বছর আগের গাছের জীবাশ্ম!
প্রায় এক কোটি বছর আগের গাছের জীবাশ্ম মাটিচাপা পড়ে ছিল। পেরুর সেন্ট্রাল অ্যান্ডিয়ান মালভূমিতে কাজ করার সময় এর খোঁজ পান গবেষকরা। বিশালাকার ওই জীবাশ্ম ছাড়াও শতাধিক জীবাশ্ম কাঠ, পাতা ও পরাগায়নের নমুনা পাওয়া গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সন্ধান
- গাছের জীবাশ্ম