১৮ শতাংশ পুরুষ যৌন নিগ্রহের শিকার!‌

মানবজমিন প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০

নারীদের সুরক্ষায় যে আইন তৈরি হয় ভারতে, তাতে অবহেলিত থাকে পুরুষের স্বার্থ৷ অথচ পুরুষরাও একইরকম নিগ্রহ, অপমানের শিকার৷ বলছে ‘‌অল বেঙ্গল মেন'স ফোরাম'‌৷পুরুষদেরও উচিত থানায় গিয়ে ‘‌বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’ অভিযোগ করা৷ প্রথমে হয়ত পুলিশ হাসবে৷ নেবে না অভিযোগ৷ তার পর হয়ত এটাই দস্তুর হবে৷ কারণ মেয়েরাই সবচেয়ে বেশি বাড়ির চাপের কথা, পরিবার বা বাবা–মায়ের সেন্টিমেন্টের অজুহাত দিয়ে সম্পর্ক থেকে পিছিয়ে আসে৷ উঁচু সরকারি পদে চাকরি করা, বা বিদেশে থাকা পাত্রকে বিয়ে করে নয়৷ সোশাল মিডিয়াতেও দেখা যায় মেয়েদের হা হুতাশ৷ সংসার করতে গিয়ে কারও গান হয়নি, কারও লেখা হয়নি, কেউ অভিনয় করতে পারেনি৷ কিন্তু ছেলেরাও যে সংসার করতে গিয়ে কত স্যাক্রিফাইস করে, তার হিসেব কে রাখে!‌

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও