ঐতিহাসিক পম্পেই নগরীতে পর্যটকের আনাগোনা
২১'শ বছর আগে ধ্বংস হয়েছিল ইতালির পম্পেই নগরী। ভিসুভিয়াস আগ্নেয়গিরির গলিত লাভায় দু’হাজার বাসিন্দার সবাই মারা যায়। এরপর ১৭৪৮ সালে মাটির নিচ থেকে শহরের সন্ধান মেলে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা পম্পেই নগরীতে গ্রীষ্মের ছুটিতে অনেকেই ছুটে গিয়েছেন।