সামান্য চেষ্টায় দূর হবে কনুইয়ের কালচে ভাব
                        
                            আরটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯
                        
                    
                শরীরের পুরো ত্বক চকচকে কিন্তু কনুইটা কালচে। এই নিয়ে মন খারাপ? চিন্তার কারণ নাই, যদি রোদে পুড়ে, ঘর্ষণের ফলে কনুই কালচে হয় প্রাকৃতিক উপায়ে তা দূর করতে পারবেন। কনুইয়ের কালচে ভাব দূর করতে হলে সহজ কতগুলো ঘরোয়া উপায় বেছে নিন। এজন্য ব্যবহার করতে হবে চিনি আর পাতিলেবু।
- ট্যাগ:
 - লাইফ
 - এলাচ
 - কনুইয়ের কালো দাগ