দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেইট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে আসার পথে নিখোঁজ হয়ে গেছেন চারজন বাংলাদেশি নাগরিক।