পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরপিসিএল) চলমান উন্নয়ন প্রকল্পে স্থানীয় প্রভাবশালীকে চাঁদা না দেয়ায় বেড়িবাঁধ কাম-সড়ক কেটে দেয়ার অভিযোগ উঠেছে। সড়ক কেটে দেয়র পর গুরুত্বপূর্ণ মালামাল পরিবহন বন্ধ রয়েছে বলে দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় ওই প্রভাবশালীদের বেপরোয়া তাণ্ডবে পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন কাজ প্রায়ই বাধার মুখে পড়ছে বলে অভিযোগ আছে।