আমিরাতে পিতৃত্বকালীন ছুটি পাচ্ছেন বেসরকারি চাকরিজীবীরাও
বিশ্বের প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে। দেশটিতে বেসরকারি চাকরিজীবী বাবারা সন্তান জন্মের পর প্রথম ৬ মাসের মধ্যে যে কোনো ৫ দিন এই ছুটি গ্রহন করতে পারবেন এবং সেই সঙ্গে পিতৃত্বকালীন ভাতা এবং বেতনও পাবেন।
গত রোববার আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান পিতৃত্বকালীন এই ছুটির আদেশ জারি করেন। প্রথম আরব দেশ হিসেবে বেসরকারি খাতে পিতৃত্বকালীন এই ছুটি ঘোষণার মাধ্যমে দেশটির নেতৃত্ব আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি পারিবারিক স্থিতিশীলতা ও সংহতি অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।