আটতলা থেকে পড়েও অক্ষত থাকে এই ফোন!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ১২:১৭
চীনের রাইজিং স্টার টেকনোলজি ব্র্যান্ড শাওমির টপ সেলিং স্মার্টফোন রেডমি নোট ৮। শাওমির অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, গত বছর বাজারে আসা ফোনটি এ বছরের মে পর্যন্ত ৩০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। এর কারণ একটাই যে, রেডমি নোট সেভেন থেকে রেডমি নোট ৮ সিরিজে আরো উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহৃত হয়েছে।
এছাড়াও রেডমি নোট ৮ এর বিল্ড কোয়ালিটিও যে ভালো, তার প্রমাণ মিললো সম্প্রতি একটি ঘটনা সামনে আসার পর। একজন রেডমি ফ্যান তার রেডমি নোট ৮ ফোন ব্যবহারের অভিজ্ঞতা শাওমির ফোরামে শেয়ার করেছেন।