![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F70a99b63-580c-47e7-b85f-c699610e19bb%252Fcor.jpg%3Frect%3D0%252C136%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর করোনা শনাক্ত
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুণ হাবিব জানান, গতকাল রোববার শারীরিক অবস্থার অবনতি হলে আবু ওসমান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করা হলে তাঁর করোনা শনাক্ত হয়।