![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F4c3b25fd-d016-4c9d-9b1d-8bc461eb855b%252FPRISON055831.png%3Frect%3D0%252C0%252C1800%252C945%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কারাগার হচ্ছে পর্যটনকেন্দ্র
নাটক-সিনেমায় অনেক সময়ই কাহিনির প্রয়োজনে কারাগারের জীবন হাজির করা হয়। কিন্তু এর সঙ্গে বাস্তবের কারাগারের কতটুকু মিল, তা নিয়ে রয়েছে সংশয়। কারাগারে কয়েদিদের দিনগুলো কীভাবে কাটে, সেখানে তাঁদের জীবন কেমন, সে সম্পর্কে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। এই সংশয়কেই পুঁজি করে কারাগারকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় থাইল্যান্ড।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারাগার
- পর্যটনকেন্দ্র