নেতাকে রোখায় রণক্ষেত্র সুইডেন
অন্য এক সম্প্রদায়-বিরোধী সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ডেনমার্কের চরম দক্ষিণপন্থী এক নেতাকে আটকেছিল পুলিশ। তার জেরে এর ঘণ্টাখানেকের মধ্যেই স্থানীয় সময় শুক্রবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ সুইডেনের মালমো শহর। পুলিশকে লক্ষ্য করে লাগাতার পাথর ছোড়ার পাশাপাশি রাস্তার উপরে একের পর এক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান প্রায় ৩০০ মানুষ। তাদের বেশ কয়েক জন কর্মী আহত হওয়ার পরে ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। আর ওই ড্যানিশ নেতা রাসমুস পালুদান নামের ওই নেতা টুইট করে জানান, শুধু সমাবেশের পথে আটকে ফিরিয়ে দেওয়া নয়, দু'বছরের জন্য তাঁকে সুইডেনেই নিষিদ্ধ করেছে পুলিশ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রণক্ষেত্র