যে কারণে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিল ববি দেওল
বলিউডের একাধিক মেগা বাজেটের ছবি রয়েছে ববি দেওলর ঝুলিতে। যদিও কোনদিন সালমান, আমির বা শাহরুখ খান হওয়ার মতো সম্ভাবনা দেখাতে পারেননি, কিন্তু বলিউডে তার পায়ের তলার মাটি যথেষ্টই শক্ত ছিল। কিন্তু ২০১০-এর পর থেকে ববি দেওলের ক্যারিয়ার থমকে গিয়েছিল অনেকটাই। বছরে একটার বেশি ছবিতে তিনি সুযোগ পেতেন না। মাঝে ২০১৩