![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/08/30/lewandowski-300820-01.jpg/ALTERNATES/w640/lewandowski-300820-01.jpg)
জার্মানির বর্ষসেরা ফুটবলার লেভানদোভস্কি
বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রবের্ত লেভানদোভস্কি জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। কিকার ম্যাগাজিনের আয়োজনে সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা এই স্ট্রাইকার। ২৭৬ ভোট পেয়েছেন লেভানদোভস্কি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ ভোট পেয়েছেন টমাস মুলার, তৃতীয় হওয়া জশুয়া কিমিচ পেয়েছেন ৪৯ ভোট।