![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F877750d5-86b3-4217-934f-2d78e5cf0c4e%252Fsatkhira.png%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সাতক্ষীরা মেডিকেলে দুই ঘণ্টায় ৩ জনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।