![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/08/online/facebook-thumbnails/l-samakal-5f4b964a0028a.jpg)
বাবা-মার উপর অভিমান করেই আত্মহত্যা অভিনেত্রী লরেনের
নিজেকে বিকশিত করার আগেই ঝরে পড়লো তরুণ মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। জানা গেছে, বাবা-মার প্রতি অভিমান করেই আত্মহত্যা করেন এ অভিনেত্রী।