![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-339875-1598785560.jpg)
পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর চকবাজার থানাধীন বকশি বাজার মোড় এলাকায় এক যুবককে ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সাড়ে ১২টায় বকশি বাজার মোড় এলাকায় সংঘবদ্ধ একটি দল থেকে বেরিয়ে এক দুর্বৃত্ত যুবকের ওপর হামলা করে ও ছুড়ি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম - নয়ন আহমেদ নাদিম (২০)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানায়।