You have reached your daily news limit

Please log in to continue


একমাত্র ছেলের মৃত্যু পথ দুর্ঘটনায়, ৩২ বছর বিনা পারিশ্রমিকে ট্রাফিক সামলান বৃদ্ধ গঙ্গারাম!

৭২ বছর বয়স। এই বয়সে মানুষ অবসর জীবন যাপনেই অভ্যস্ত হয় মূলত। কিন্তু দিল্লির গঙ্গরামের কাহিনি উঠলে শোকে মুড়ে ধরবে মনকে। সেইসঙ্গে তাঁকে কুর্নিশ জানাতে হবে দ্বিধাহীন ভাবে। দিল্লির সিলমপুরের রাস্তায় গত ৩২ বছর ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন গঙ্গারাম। না, এই কাজের জন্যে তিনি কোনও বেতন পান না, বলা ভালো নেন না। এমনকী কামাই নেই একদিনও, করোনা-লকডাউন পরিস্থিতিতেও প্রতিদিন গঙ্গারাম গিয়ে দাঁড়িয়েছেন রাস্তায়। সামলাছেন দায়িত্ব। হ্যাঁ, এই বয়সেও...কিন্তু বেতন ছাড়া কেন এমন করে চলেছেন গঙ্গারাম? জানা গিয়েছে, সিলমপুরেরই এক সিগন্যালের সামনে ঘটেছিল ভয়ংকর ঘটনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন