![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Fff8e81b6-b7d4-4a01-8c92-778d3aeeb000%252Faa30b6bf-47f2-42f0-ade8-3a8e7843e24c.jpg%3Frect%3D0%252C95%252C1244%252C653%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ইমাম বাড়া চত্বরেই ঘুরপাক খেলো তাজিয়া মিছিল
কালো পাঞ্জাবি ও পায়জামা পরে এসেছেন ৭৮ বছর বয়সী কাজী মো. দেলোয়ার হোসেন। সকাল থেকে ইমামবাড়া প্রাঙ্গণে ঘুরছেন, প্রিয় হোসাইনের কথা ভেবে বুক চাপড়ে মাতম করছেন। তিনি বললেন, 'আমার বাবা-দাদারাও এখানে আসতেন।
কখনো তাদের মুখে শুনিনি তাজিয়া মিছিল না হওয়ার কথা। এবার করোনার কারণে আমরা কোণঠাসা। আমাদের সবার মন খারাপ।'