আশুরার আমল বেশি বেশি তওবা করা
বার্তা২৪
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১২:৩২
হাদিস শরীফে মহররম মাসের অনেক ফজিলতের কথা উল্লেখিত হয়েছে। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা-ইস্তিগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, রমজানের পর সবচে উত্তম রোজা হলো আল্লাহর মাসের রোজা, যে মাসকে তোমরা মহররম নামে চেনো। আর ফরজ নামাজের পর সবচে উত্তম নামাজ হলো- রাতের নামাহ (তাহাজ্জুদের নামাজ)। -সহিহ মুসলিম: ১১৬৩
- ট্যাগ:
- ইসলাম
- আমল
- তওবা
- পবিত্র আশুরা