চিন-পাকিস্তানের সঙ্গে এক মহড়ায় আপত্তি ভারতের, ফেরাল রাশিয়ার আমন্ত্রণ
বর্তমান প্রেক্ষিত বিবেচনা করে রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক সামরিক মহড়ায় ভারত অংশগ্রহণ না-করার সিদ্ধান্ত নিয়েছে। আমন্ত্রণ রক্ষা করতে না-পারার অপারগতা রাশিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সামরিক মহড়া থেকে ভারতের পিছিয়ে আসার কারণ অবশ্যই পড়শি দুই দেশ চিন ও পাকিস্তান। মহড়ায় এই দুই দেশই আমন্ত্রিত। এই দুই দেশের কারও সঙ্গেই ভারতের সদ্ভাব নেই। উলটে দুই দেশের সীমান্তেই উত্তেজনা রয়েছে। এমত পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে চিন ও পাকিস্তানের সঙ্গে ভারত সামরিক মহড়ায় অংশগ্রহণে রাজি হবে, এটা কখনোই আশা করা যায় না। কার্যক্ষেত্রে হয়ওনি। তবে, রাশিয়াকে সরকারি ভাবে করোনাভাইরাসের সংক্রমণের কথাই বলা হয়েছে। ১৫ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.