![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/30/d750a222851948c8f797c73152d3af6d-5f4a9c1c31da3.jpg?jadewits_media_id=685919)
দুই আসামির বয়স নির্ধারণেই বছর পার
পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় করা মামলার কার্যক্রম থমকে আছে। দীর্ঘ পাঁচ বছরেও মামলাটির বিচার খুব বেশি আগাতে পারেনি রাষ্ট্রপক্ষ। সংশ্লিষ্টদের দাবি, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামি ঘটনার সময় অপ্রাপ্ত বয়ষ্ক ছিলেন, আসামি পক্ষের এমন দাবির পরই মামলায় জটিলতা সৃষ্টি হয়।