কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইপিএলে এবার খেলা হচ্ছে না রায়নার

দৈনিক আজাদী প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ০৫:১৭

.tdi_2_abf.td-a-rec-img{text-align:left}.tdi_2_abf.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আইপিএলের পুরো আসরেই সুরেশ রায়নাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি এই ব্যাটসম্যান। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ শনিবার এক টুইটে রায়নাকে আসন্ন আসরে না পাওয়ার খবর নিশ্চিত করেন। ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরে গেছেন, আইপিএলের এবারের আসরের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’ রায়নার ভারত ফেরত যাওয়া চেন্নাইয়ের জন্য আরেকটি বড় ধাক্কা। করোনাভাইরাস পরীক্ষার পর গত বৃহস্পতিবার দলটির অন্তত ১০ জনের রিপোর্ট পজিটিভ বলে খবর আসে। ভারতীয় গণমাধ্যম জানায়, এদের একজন ভারতীয় ক্রিকেটার বাকিরা নেট বোলার ও সাপোর্ট স্টাফ। গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রায়না আইপিএলে সফল ক্রিকেটার। চেন্নাইয়ের সাফল্যের অন্যতম কারিগর বাঁহাতি এই ব্যাটসম্যান। আইপিএলে তার চেয়ে বেশি রান আছে কেবল বিরাট কোহলির।.tdi_3_2aa.td-a-rec-img{text-align:left}.tdi_3_2aa.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও