You have reached your daily news limit

Please log in to continue


নান্দাইলে বাল্যবিয়ের চেষ্টা, ভুয়া কাজীসহ জেলে কনের দুই মামা

ময়মনসিংহের নান্দাইলে বিউটি আক্তার নামে এক কিশোরীকে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করলে ভূয়া কাজীসহ কিশোরীর দুই মামাকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিউটি আক্তার নান্দাইল পৌর সদরের দশালিয়া গ্রামের শফিকুল ইসলামের ভাগ্নি। বিউটির পিতার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউপি’র পুরানবাড়ি গ্রামে। তার পিতার নাম আবেদ আলী। অপ্রাপ্ত বয়স্ক বিউটিকে গোপনে বিয়ে দেয়ার জন্য নান্দাইল   পৌরসদরের দশালিয়া গ্রামে তার মামা শফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করছিল। এখানেই বৃহস্পতিবার মধ্যরাতে অতি গোপনে বিয়ে দেয়ার চূড়ান্তু  প্রস্তুতি চলছিল। বিষয়টি  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দীন।  ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের ঘটনা প্রমাণিত হওয়ায় বিয়ের নিবন্ধন করতে আসা উপজেলার লংপুর গ্রামের মৃত আঃ  ছোবহানের পুত্র আবুল হাসেমকে নিবন্ধন বইসহ আটক করে পুলিশ।এ ছাড়াও আটক করা হয় কিশোরীর দুই মামা মৃত আঃ গফুরের দুই পুত্র শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে। পরবর্তীতে বিয়ের নিবন্ধন করতে আসা কাজী আবুল হাসেম ভুয়া প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের, কিশোরীর দুই মামাকে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দীন বলেন, ছেলে পক্ষকে বিয়ে বাড়িতে পাওয়া যায়নি। যতদূর জানতে পেরেছি উপজেলার অরণ্যপাশা গ্রামে বিয়ে দেয়া হচ্ছিল। আমরা বাল্যবিয়ে প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন