![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/pc-2008291509.jpg)
ভারতের ৫০ আবেদনময়ীদের তালিকা প্রকাশ, একমাত্র বাঙালি নুসরাত
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ২১:০৯
ভারতের সবচেয়ে আবেদনময়ী নারীদের তালিকা প্রকাশ করলো ‘দ্য টাইমস’। ৫০ নারীর এই তালিকা তৈরির ক্ষেত্রে অনলাইন ভোটের পাশাপাশি অভ্যন্তরীণ কমিটিও কাজ করেছে। সেরাদের বাছাইয়ের ক্ষেত্রে লুক, আত্মবিশ্বাস, মেধা আর স্টাইল এই চার ফ্যাক্টর কাজ করেছে। ভোট ও বিশেষজ্ঞের নম্বরে প্রথম হয়েছেন দিশা পাটানি।
- ট্যাগ:
- বিনোদন
- বাঙ্গালী
- আবেদনময়ী
- নুসরাত জাহান