![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F29%2Frahat-khan.jpg%3Fitok%3Dt3Ul7ny6)
সাংবাদিক রাহাত খান বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। সাংবাদিক নেতা বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল জানান, আজ বাদ জোহর তিনটি পৃথক নামাজে জানাজা শেষে রাহাত খানকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তিনি আরো বলেন, এর আগে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে নামাজে জানাজা শেষে সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতি অঙ্গনের কর্মীরা মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে তেজগাঁও এলাকায় দৈনিক প্রতিদিনের সংবাদ কার্যালয়ে এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পৃথক দুটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের পক্ষ থেকে