শ্রীনগরে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

মানবজমিন শ্রীনগর প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০০:০০

শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পাকিরাপাড়া এলাকার নির্মাণাধীন রেল লাইনের পাশের জমি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে স্থানীয় এক জেলে বড়শিতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে সে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে অবহিত করে। সে পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত পরিচয়ের পুরুষের আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। তার পরনে খয়েরি রংয়ের  ফুলহাতা টি শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও