মেলান্দহে ভুয়া পুলিশ ও সাংবাদিকসহ গ্রেপ্তার ৫

মানবজমিন মেলান্দহ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০০:০০

জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে গাঁজা কেনা-বেচার সময় ভুয়া পুলিশ ও সাংবাদিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় নয়ানগর ইউনিয়নে আলোকদিয়া ঘোড়ামারা খাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলোÑ জামালপুর পৌর শহরের শাহাপুর এলাকার জিহার আলীর ছেলে আব্দুল মান্নান (৩৫), ইসলামপুর উপজেলার কান্দারচ গ্রামের ইয়াকুব আলীর ছেলে শুকুর আলী (৩০), মেলান্দহ উপজেলার কামদেববাড়ি এলাকার মৃত মদ্রিস শেখের ছেলে হেলাল উদ্দিন (৪৬) একই উপজেলার মহিরামকুল এলাকার আবু সাইদ মাস্টারের ছেলে মনিরুজ্জামান (২০) ও শেরপুর জেলার রামের চর এলাকার আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (২০)। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে আব্দুল মান্নান ও শুকুর আলী নিজেদেরকে সাংবাদিক এবং হেলাল উদ্দিন নিজেকে পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা ক্রয় করার সময় এলাকাবাসী তাদেরকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ক্যামেরা, প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেল, মোবাইল সেট এবং দেশ নিউজ টিভির পরিচয়পত্র জব্দ করা হয়। অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, নিজেদেরকে সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার করার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে রাখে। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও