![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F26%2Fcorona-test.jpg%3Fitok%3DA67l9WPp)
কোভিড-১৯ : র্যাপিড টেস্ট চালু করল গণস্বাস্থ্য কেন্দ্র
কোভিড-১৯ রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা কার্যক্রম বা র্যাপিড টেস্ট চালু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শনিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, র্যাপিড টেস্ট করতে বাইরের একজন রোগীকে গুনতে হবে তিন হাজার টাকা। আর গণস্বাস্থ্য হাসপাতালে যাদের স্বাস্থ্যবিমা আছে তাদের দুই থেকে আড়াই হাজার টাকা দিতে হবে। র্যাপিড টেস্টের উদ্বোধন উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর উত্তম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে দুপুর ১২টায় হাসপাতালের দ্বিতীয় তলায় অত্যাধুনিক মলিউকিউলার ল্যাবরেটরির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শে