![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F17%2Fmitford.jpg%3Fitok%3DCorh_0-m)
পলাতক আসামি হাতকড়াসহ হাসপাতালের আশপাশেই ঘুরছিলেন!
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পলাতক মাদক মামলার আসামি মিন্টু মিয়াকে (২৮) প্রায় নয় ঘণ্টা পর গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘আজ ভোর পৌনে ৪টার দিকে মিন্টু মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে দুপুরে দিকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হ্যান্ডকাফসহ ঘুরাফিরা করছিলেন। মিন্টু মাদক মামলার আসামি।’ কারাধ্যক্ষ আরো জানান, এ ঘটনায় দায়িত্ব পালনকারী কারারক্ষী-১ ও কারারক্ষী-২-কে সমায়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে কারা সূত্র জানায়, টাঙ্গাইল কারাগারের বন্দি মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ১২ আগস্ট ঢাকা মেডিকেলে ভর
- ট্যাগ:
- বাংলাদেশ
- পলাতক আসামী গ্রেফতার