![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F29%2F76l8nzjn.jpg%3Fitok%3D32c2ZIOH)
বন্যা মোকাবিলায় ১৩৯ পোল্ডার নির্মাণ করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবিলায় ১৩৯টি পোল্ডার তৈরির কাজ হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ১০ পোল্ডার তৈরির কাজ শুরু করা হয়েছে।’ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরবারিয়ার লামছড়ি এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় তিন হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে পোল্ডারগুলো নির্মাণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মোট ৩৯টি এবং পর্যায়ক্রমে বাকি পোল্ডারগুলো নির্মাণ করা