![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/08/29/og/162342_bangladesh_pratidin_Untitled.jpg)
বেনাপোল সীমান্তে স্বর্ণসহ মহিলা পাচারকারী আটক
ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৯ কেজি ২’শ গ্রাম ওজনের সোনার বারসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক মহিলা বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী। এদিকে, উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি। জানা যায়, গোপন
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- স্বর্ণ পাচারকারী