You have reached your daily news limit

Please log in to continue


ঘাতকরা আমাদের শিক্ষকদের জাতির সবচেয়ে বড় ‘শত্রু’ মনে করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী মুক্তিযুদ্ধে আমরা আমাদের ২০ জন শিক্ষককে হারিয়েছি। অধ্যাপক মুনীর চৌধুরী (বাংলা বিভাগ), অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা বিভাগ), অধ্যাপক রাশিদুল হাসান (ইংরেজি বিভাগ), অধ্যাপক আনোয়ার পাশা (বাংলা বিভাগ), ড. জি সি দেব (দর্শন বিভাগ), ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি বিভাগ), অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য (ইতিহাস বিভাগ), ডক্টর আবুল খায়ের (ইতিহাস বিভাগ), অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ (ইতিহাস বিভাগ), অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (জগন্নাথ হলের গৃহশিক্ষক), অধ্যাপক আবদুল মুক্তাদির (ভূতত্ত্ব বিভাগ), ড. ফজলুর রহমান (ভূতত্ত্ব বিভাগ) ড. সিরাজুল ইসলাম খান (শিক্ষা ও গবেষণা), ড. ফয়জুল মোহী (শিক্ষা ও গবেষণা), ড. এএনএম মনীরুজ্জামান (পরিসংখ্যান বিভাগ), ড. এ আর খাদিম (গণিত বিভাগ), অধ্যাপক শরাফত আলী (গণিত বিভাগ), অধ্যাপক সাদত আলী (শিক্ষা ও গবেষণা), মোহাম্মদ সাদেক (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষক) এবং ডাক্তার মোহাম্মদ মর্তুজা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন