IMDb-তে সর্বনিম্ন রেটিং! নতুন ইতিহাস গড়ল আলিয়া-মহেশ ভাটের Sadak 2...
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ছায়া থেকে বেরোতে পারল না মহেশ ভাট (Mahesh Bhatt) পরিচালিত আলিয়া ভাট (Alia Bhatt), আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapur) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অভিনীত ছবি Sadak 2। ১০ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অবশেষে ২৮ অগস্ট, শুক্রবার সন্ধে ৭.৩০টায় ওটিটি প্ল্যাটফর্ম Disney+ Hotstar মুক্তি পেয়েছে সড়ক ২। ট্রেলার মুক্তির মতোই এক্ষেত্রেও বড় ধাক্কা খেল Sadak 2। ইউটিউবের পর IMDb প্ল্যাটফর্মেও মুখ থুবড়ে পড়ল এই ছবি। দর্শকের ভোটের ভিত্তিতে এই প্ল্যাটফর্মে রেটিং পেয়ে থাকে বিভিন্ন ছবি। কিন্তু এবার আর দর্শকের মন জিততে পারলেন না আলিয়া ভাটও। IMDb-র ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে কম রেটিং পেল Sadak 2। রেটিং স্কেলে উঠল মাত্র ১.১ নম্বর। IMDb-র ৯৮২১ জন ইউজার ভোট দিয়েছেন Sadak 2 ছবিকে। ১০-এর মধ্যে ১.১ রেটিং দিয়েছেন তাঁরা। এর আগে সবচেয়ে খারাপ রেটিং পেয়েছে অজয় দেবগণের হিম্মতওয়ালা (১.৭), রাম গোপাল বর্মার আগ (১.৭), অভিষেক বচ্চনের দ্য লেজেন্ড অফ দ্রোনা (২) এবং হিমেশ রেশমিয়ার কর্জ। বেশিরভাগ ফিল্ম সমালোচকই ছবিকে বোরিং, টেরিবল এবং ল্যাকলাস্টার বলেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.