গড় মাসিক বেতনে তলানিতে ভারত
বিশ্বের ১০৬টি দেশ। তার মধ্যে ভারত ৭২-এ। কথা হচ্ছে, গড় মাসিক বেতন নিয়ে। বিশ্বের কথা ছাড়ুন। এশিয়া মহাদেশের ১৬টি দেশের তালিকাতেও ভারতের স্থান নীচের দিকে -- দশম। এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক ই-কমার্স সংস্থা পিকোডি(ডট)কম-এর এক সমীক্ষায়। পিকোডি(ডট)কম-এর বিশ্লেষক দল বিশ্বের ১০৬টি দেশের তথ্য নিয়ে গড় বেতনের একটি গ্লোবাল র্যাঙ্কিং তালিকা তৈরি করে। তারা নাম্বিয়ো(ডট)কম ওয়েবসাইট থেকে আয়কর পরবর্তী গড় বেতনের তথ্য নেয় এবং গুগল ফিনান্স সাইটের কারেন্সি কনভার্টার ব্যবহার করে এই মাসে প্রতিটি দেশের তথ্য ভারতীয় টাকার অঙ্কে বের করা হয় এবং সেই ভিত্তিতে দেশগুলির তালিকা তৈরি হয়।