You have reached your daily news limit

Please log in to continue


মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

.tdi_2_e04.td-a-rec-img{text-align:left}.tdi_2_e04.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগরীর ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ডে মুন্সিপাড়া স্কুল প্রাঙ্গণে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সালাউদ্দিন বাবরের সার্বিক ব্যবস্থাপনায় মোহম্মদ নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র পদপ্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। নির্মল চন্দ্র দাশের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জহর লাল হাজারী। সভায় বক্তব্য দেন, বন্দর নায়েবুল ইসলাম ফটিক, সেলিম রেজা চৌধুরী, ওয়াহিদ মুরাদ রাসেল, ইমতিয়াজ বাবলা, মোহাম্মদ আমীন, নুরুল ইসলাম রাসেল, মো. শাহাজাহান, নুরুল আলম, রেজাউল করিম মামুন, মানিক দাশ, রুনা আক্তার, ফাতেমা বেগম, ফরহাদ আবদুল্লাহ, মো. রমজান, আবু তাহের, মো রিয়াদ, মো রানা, লিংকন দাশ, রিপন দাশ, জুবায়ের, মুন্না, সাদ্দাম, আলতাফ, পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_559.td-a-rec-img{text-align:left}.tdi_3_559.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন