আজ মানবজমিন লাইভে থাকছেন মালয়েশিয়া ফেরত রায়হান কবির
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় গত ৩রা জুলাই ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ নামে একটি তথ্যচিত্র প্রচার হয়। প্রায় ২৬ মিনিটের ঐ তথ্যচিত্রে দেশটিতে আটকে পড়া শ্রমিকদের বেহাল দশার চিত্র ফুটে ওঠে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিক রায়হান কবির ঐ তথ্যচিত্রে কুয়ালালামপুর কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন। তারই জের ধরে ২৪শে জুলাই গ্রেপ্তার করে মালয়েশিয়া পুলিশ। গ্রেপ্তারের পর ১৪ দিনের রিমাণ্ডে নেয়া হয় রায়হানকে। এরপর তাকে মুক্তি দিয়ে মালয়েশিয়া থেকে বহিষ্কার করা হয়। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি দেশটি। রায়হানের গ্রেপ্তারের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়।আজ শনিবার (২৯ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটে মানবজমিন লাইভ 'না বলা কথা'র ১৮তম পর্বে যুক্ত হবেন মালয়েশিয়া ফেরত রায়হান কবির। পিয়াস সরকারের সঞ্চালনায় লাইভটি প্রচারিত হবে মানবজমিন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।