![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/08/29/image-178498-1598672322.jpg)
লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিকে চলছে অস্ত্রপচার
গোপালগঞ্জের মুকসুদপুরে লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিকে চলছে অস্ত্রপচার। ক্লিনিকের মালিকরা স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইনে লইসেন্সের আবেদন করেই এসব ক্লিনিকের কার্যত্রম শুরু করেছেন। ক্লিনিকগুলোতে মান সম্মত কোন অপারেশন থিয়েটার নেই। সার্বক্ষণিক চিকিৎসক থাকেন না। নাসিং পাশ করা নার্স বা টেকনিশিয়ান এসব ক্লিনিকে নেই।
ক্লিনিক মালিক ও তাদের স্বজনরাই চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, আয়া, ওয়ার্ডবয় ও ক্লিনিক ব্যবস্থাপনার কাজ করছেন। প্রতিষ্ঠানগুলোর মান যাচাইয়ে স্বাস্থ্য বিভাগের তেমন তদারকি নেই। এ সুযোগে ক্লিনিকগুলো প্রতারণার ফাঁদ পেতে রোগী নিয়ে রমরমা বাণিজ্য করে যাচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ক্লিনিক
- অস্ত্রপচার
- লাইসেন্সবিহীন