![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Fbdac1b84-489d-401e-95cc-d85b82c97f59%252FNatore_DH0605_20200828_GURUDASPUR_04.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী তিন বন্ধুকে সংবর্ধনা
নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী তিন বন্ধু—প্রবীর বর্মণ, নির্মল কর্মকার ও অশোক পালকে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আজ শুক্রবার তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।