![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F28%2Fis.jpg%3Fitok%3D_Z2PinLA)
পশ্চিম তীর থেকে ইহুদি বসতি সরানোর আদেশ ইসরায়েলের সর্বোচ্চ আদালতের
ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে পশ্চিম তীরে যেসব ইহুদি বসতি গড়ে উঠেছে সেগুলো সরিয়ে ফেলার আদেশ দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে জেলা আদালতের দেওয়া রায়কে বাতিল করে বৃহস্পতিবার নতুন এই রায় দেন ইসরায়েলের সর্বোচ্চ আদালত। আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাঁদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবেই চায়। ওখানে ত্রিশ লাখ ফিলিস্তিনি বাস করে। তাঁদের মধ্যে বসতি গড়ে তুলেছে প্রায় সাড়ে চার লাখ ইসরায়েলি। জানা গেছে, জেলা আদালত যখন ফিলিস্তিনিদের জমির ওপর বসতি স্থাপনকারীদের আইনগত অধিকার দিয়েছিলেন, তখন তাদের এটা জানা ছিল না যে
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইহুদি বসতি