পাবনায় জন্মদিনের উৎসবে মদপান, ২ কলেজছাত্রের মৃত্যু
পাবনায় জন্মদিনে উৎসবে মদপানের পর অসুস্থ হয়ে দুই কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর রাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম সাহাপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত দুই কলেজছাত্র হলেন বনগ্রাম সাহাপাড়ার নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ সাহা (২০)। তারা নিহত দুজন পরস্পরের বন্ধু। আকাশ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও শুভ ঢাকা স্ট্যামফোর্ড কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিলেন।