![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F28%2Fcow-final.jpg%3Fitok%3D-I8Sj4CY)
গরুর জন্য বাজেট কমালো মধ্যপ্রদেশ সরকার
ভারতের মধ্যপ্রদেশে এক হাজার ৩০০ গোয়ালঘরে প্রায় এক লাখ ৮০ হাজার গরু। কিন্তু এসব গরুর জন্য এবার বাজেট কমিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের গোয়ালগুলোর জন্য ১১ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গত অর্থবছরে পশু পালনের জন্য ১৩২ কোটি রুপি বাজেট ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ সরকার। গরুপ্রতি প্রতিদিন ২০ রুপি করে বরাদ্দ ছিল। এবার সেটা কমে হলো মাত্র ১.৬০ রুপি। বাজেট কমানোর পর এখন প্রশ্ন উঠছে, এত কম রুপিতে গরুর খাবার হবে?
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাজেট
- গরুর দাম