
ফেসবুকে বন্ধুত্ব গড়ে উপহারের নামে প্রতারণা, ১৫ নাইজেরীয় গ্রেপ্তার
প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্ব, তারপর উপহার পাঠানোর নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ১৫ নাইজেরীয়কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার রাজধানীর মালিবাগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিআইডির এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার। তিনি বলেন, ‘এরা সবাই নাইজেরিয়ার নাগরিক। বাংলাদেশে অবৈধভাবে থেকে তারা প্রতারণা করছিল।’ গ্রেপ্তারকৃতরা হলো এনজুবেচুকোউ এউগেন দারা (৩০), চুয়াউমা জন ওকেচুকোউ (৪০), উচেন্না দামিয়ান এমেইসিয়ানি (৩০), চিসম অ্যান্থনি একোয়েঞ্জি (৩৫), সাইমন ইফেচু
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে