দম্ভের কারণে পরীক্ষা পিছতে রাজি নয় কেন্দ্র: গাঁধীমূর্তি থেকে তোপ অভিষেকের
ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে নিট (এনইইটি) এবং জি (জেইই) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর তুঙ্গে তুলবেন তৃণমূল চেয়াপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল তেমনই। তার কয়েক ঘণ্টা আগে মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে নেত্রীর আক্রমণের ক্ষেত্র প্রস্তুত করে রাখবে তৃণমূল ছাত্র পরিষদ। এমনও ঠিক হয়েছিল। কিন্তু শুক্রবার সকালে কিছুটা বদলে গেল পরিকল্পনা। ছাত্র সংগঠনের অবস্থান বিক্ষোভের রাশ হাতে নিলেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয়সরকারকে ‘দাম্ভিক’ বলে আক্রমণ করলেন তিনি। দম্ভ এবং অহঙ্কারের কারণেই ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা পিছতে কেন্দ্র রাজি হচ্ছে না বলে অভিষেক দাবি করলেন। অভিষেকের এই সুর বুঝিয়ে দিল, বেলা ৩টের ভার্চুয়াল ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর কোথায় পৌঁছতে পারে।