গরুর জন্য বাজেট কমাল ভারতের মধ্যপ্রদেশ
১ হাজার ৩০০ গোয়ালে ১ লাখ ৮০ হাজার গরু। কিন্তু এসব গরুর জন্য এবার বাজেট কমিয়ে দিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের গোয়ালাগুলোর জন্য ১১ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে। গত অর্থবছরে পশুপালনের জন্য ১৩২ কোটি রুপি বাজেট ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ সরকার। প্রতিটি গরুর জন্য প্রতিদিন ২০ রুপি করে বরাদ্দ ছিল। এবার সেটা কমে হলো ১.৬০ রুপি। এত কম রুপিতে গরুর খাবার হবে? এ প্রশ্ন উঠছে। মধ্যপ্রদেশের রাজনীতিতে গরু ও গোশালা বড় ইস্যু হয়। ভোটের সময় হাজারেও প্রতিশ্রুতি। কিন্তু ভোট মিটলেই অবলা পশুদের জন্য বরাদ্দ কমতে থাকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাজেট
- গরু
- পশুপালন