কোকোর ঘুষকাণ্ড: চীনা কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত বুধবার টেলিকনফারেন্সে সাংবাদিক সম্মেলন করেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য দফতরের দুই কর্মকর্তা। সংবাদ সম্মেলনের বিষয় ছিলো ‘চীনা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের নিষেধাজ্ঞা এবং চীনের নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভিসা নিষেধাজ্ঞা’।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ভূমিকার জন্য গত বুধবার সন্ধ্যায় চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সাবসিডিয়ারি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ২৪টি প্রতিষ্ঠান নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে।
এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে চীনা কোম্পানির কাছ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ঘুষ নেয়ার বিষয়টি উঠে এসেছে। এ বিষয়টি স্থান পেয়েছে পররাষ্ট্র দফতরে প্রকাশিত ট্রান্সক্রিপ্টেও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.