চার হাজার টন তেল মিশে বিপন্ন মরিশাসের জলজ প্রাণীদের জীবন, ১৭ মৃত ডলফিন উদ্ধার
সমুদ্রে চার হাজার টন তেল দূষণ করেছে মরিশাসের ১৭টি মৃত ডলফিন।মরিশাস দ্বীপ-সংলগ্ন এলাকায় জাপানি জাহাজ থেকে চার হাজার টন তেল সমুদ্রে মিশে যাওয়ার পর সামুদ্রিক প্রাণীদের জীবন রীতিমতো বিপন্ন এবং বিষাক্ত হয়ে গেছে সমুদ্রের পানি। এপর্যন্ত ১৭টি মৃত ডলফিন পাওয়া গেলেও আরো প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছে। -টাইমস অব ইন্ডিয়াজানা গেছে, গত ২৫ জুলাই এমভি ওয়াকাশিও মরিশাসের কাছে একটি প্রবাল প্রাচীরে আচমকা ধাক্কা খায়। রীতিমতো দু’টুকরো হয়ে যায় জাহাজ। দুর্ঘটনাস্থলের ১৪ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে তেল। মরিশাসের সমুদ্র স্বচ্ছ পানির নীচে দেখা যায় আরও নানা রকমারি প্রাণী ও উদ্ভিদ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জ্বালানি তেল
- ডলফিন উদ্ধার