![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/28/2d7c39a7b80159262648c06205bbfe92-5f48945d74c98.jpg?jadewits_media_id=685668)
বছরের পর বছর স্বর্ণে কারচুপি!
মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে দীর্ঘদিন ধরে স্বর্ণ বিক্রির সময় ক্যারেটে প্রতারণার করা হচ্ছে। অবশেষে ক্রেতা সেজে হাতে-নাতে ধরা হয়েছে প্রতারকদের। ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ক্রেতা সেজে কয়েকটি জুয়েলার্সে অভিযান চালান এবং হাতে-নাতে কারসাজি ধরার পর জরিমানা করেন।