রাবি'র সহকারী অধ্যাপক কাজী জাহিদ জামিনে মুক্ত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দেওয়ার জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ও সুপ্রিম কোর্টের ব্যারিস্টার নুরুল আমিন।